নওগাঁ প্রতিনিধি : সোমবার দুপুরে নওগাঁয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক মতবিনিময় সভায় মিলিত হন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. এনামুল হক।

সভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, আব্দুল মালেক এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খাঁন, স্থানীয় সরকারের উপপরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডা. আলাউদ্দিন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নূরুজ্জামান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, যার যার অবস্থান থেকে দেশের জন্য মাটি ও মানুষের জন্য নিরলস ভাবে কাজ করতে হবে। তাহলে দেশ আরও উন্নত হবে ও এগিয়ে যাবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারব। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা এ্যাডভোকেট বার সমিতির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

(বিএম/জেএ/জুলাই ১৪, ২০১৪)