নাটোর প্রতিনিধি : ‘স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করুন, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জনগনকে উদ্বুদ্ধু করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে স্যানিটেশন সামগ্রী (রিং ও স্লাব) বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের অর্থায়নে পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নের ৪০ টি হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, সিসিটি অহিদুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ সভাপতি আফতাব আহম্মেদ, ইউপি সদস্য ইদ্রিস আলী, আবুল কালাম আজাদ, আছিয়া বেগম, জাহিদ আলী প্রমুখ।

(এসবি/এসপি/আগস্ট ০৮, ২০১৮)