সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ স্মার্ট কার্ড বিতরনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। 

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী আকমল হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, পৌর শহরের দশ বিশিষ্ঠ ব্যক্তিকে পরিচয়পত্র বিতরণের মাধ্যমে সাতক্ষীরায় দৃশ্যমান হলো স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি। এখন থেকে ধারাবাহিকভাবে এই বিতরণ কার্যক্রম চলবে।

উক্ত কার্ড বিতরন অনুষ্ঠান থেকে এ সময় জানানো হয়, সাতক্ষীরা সদর উপজেলায় তিন লাখ ৪৪ হাজার নাগরিকের এই স্মার্ট কার্ড পর্যায়ক্রমে বিতরন করা হবে।#

(আরকে/এসপি/আগস্ট ০৮, ২০১৮)