জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জয়নাল আবেদীন হত্যা মামলার রায়ে ২জনকে সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ৮ আসামিকে প্রত্যেককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে।

বুধবার (৮আগষ্ট) জামালপুরের বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জহিরুল কবির জনার্কীন আদালতে এ রায় ঘোষনা করেন।

মামলার বিবরন সুত্র জানায়, ১৯মে ২০০০ সালে জামালপুরের মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামে ঝড়ে আহেজ আলী শেখের ছেলে জয়নাল আবেদীনের বাঁশঝাড় থেকে ইয়াকুব আলীর ধানক্ষেতে বাঁশ পড়ে যায়। বাঁশ সরানোকে কেন্দ্র করে জয়নাল আবেদীনের উপর খলিলের নির্দেশে জলিলের নের্তৃত্বে আসামীরা রামদা,লাঠি ও শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করলে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতের ভাই আলাউদ্দিন বাদী হয়ে মেলান্দহ থানায় আব্দুল জলিলসহ ১০ জনকে আসামী করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার র্দীঘ তদন্তের পর স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আব্দুল জলিল ও ইয়াকুব আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল জলিল পলাতক রয়েছে।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ খাজা আলম ও আসামী পক্ষে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।

(আরআর/এসপি/আগস্ট ০৮, ২০১৮)