জামালপুর প্রতিনিধি : জামালপুর নির্বাচন অফিস স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি আনুষ্ঠানিক ভাবে এই স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন। 

জেলা প্রশাসক আহমেদ কবিরের সভাপতিত্বে অনুিষ্ঠত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, সরকারি এএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সদর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন মল্লিক, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম ও জামালপুর প্রেসক্লাবসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র একজন ব্যাক্তি জাতীয় জীবনের জন্য অত্যান্ত গুরুত্বপর্ণ পরিচয় পত্র।
প্রথম পর্যায়ে জামালপুর সদর উপজেলার ৪ লাখ, ৬৯ হাজার ৩২৩ জন ভোটারের মাঝে এই স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছে জেলা নির্বাচন অফিস।

(আরআর/এসপি/আগস্ট ০৮, ২০১৮)