দিনাজপুর প্রতিনিধি : “আদিবাসী জাতি সমূহের দেশান্তর, প্রতিরোধের সংগ্রাম” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।  

বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী ও গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) সহযোগিতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে বেলা ১২টায় স্থানীয় স্থানীয় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়।

শেষে সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক জজো হাঁসদা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন পল্লীশ্রী সংস্থার মনিটরিং কর্মকর্তা এএসএম তারিকুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্রের আলো প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, পল্লীশ্রী সংস্থার এসসিডিএস জান্নাতুন ফেরদৌস মুক্তা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ প্রমুখ।

শেষে আদিবাসী তরুণ-তরুণীদের সমন্বয়ে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ভাষায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাপক সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

(এসিজি/এসপি/আগস্ট ০৯, ২০১৮)