রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার পৌর এলাকার পশ্চিমপাড়া গোডাউন থেকে ১৬ টন ভেজাল সরিষার তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার (ভুমি) আম্বিয়া খাতুন। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে ভ্রাম্যমান আদালত নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ জানান, ঘাটাইল উপজেলা পৌর এলাকার ধারিয়াল গ্রামের বাসিন্দা হাজী মহিউদ্দিনের ছেলে, মোঃ মোজাম্মেল হোসেন (৩০) দীর্ঘদিন যাবৎ মানব দেহে ক্ষতিকারক কেমিক্যাল সরিষার তেলের সাথে মিশিয়ে বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার চৌকষ দল অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে ঘাটাইলের সহকারী কমিশনার (ভুমি) আম্বিয়া খাতুন জব্দকৃত ৮৬ ড্রাম বা ১৬ টন কেমিক্যাল জব্দ করে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেন। ধ্বংসকৃত মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

(আরকেপি/এসপি/আগস্ট ০৯, ২০১৮)