জামালপুর প্রতিনিধি : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার দুপুরে জামালপুর পৌর শহরের দয়াময়ী এলাকায় অনুষ্ঠিত ঘন্টব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন , ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জামালপুর সদরের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তেরসিস সাংমা, সাংগঠনিক সম্পাদক রণিকা মারাক ও সদস্য সুরেশ চন্দ্র প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে হবে। আদিবাসীদের এখনও ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাবা হয়। এটা মেনে নেওয়ার মতো না। সরকারের প্রতি তাঁরা আদিবাসীদের অধিকার রক্ষার আহ্বান জানান।
মানববন্ধনে জামালপুরে বিভিন্নস্থান থেকে আধিবাসীরা অংশ নেয়।

(আরআর/এসপি/আগস্ট ০৯, ২০১৮)