জামালপুর প্রতিনিধি : জামালপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা পড়ে নিখোজের ১১ দিন পর স্কুল ছাত্রী প্রভাতি (১২) লাশ সদর উপজেলার লক্ষীর চরের পালপাড়া নৌ-ঘাটের কাছে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাশটি ভেসে উঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে  পরিবারের লোকজন লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে যায়।

নিহত স্কুল ছাত্রী জামালপুর শহরের ছনকান্দা গ্রামের রহুল আমিনের মেয়ে। সে জামালপুর শহরের শাহীন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুল ছাত্রী প্রভাতির মৃত্যুর খবরে স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত স্কুল ছাত্রী প্রভাতির বাবা রহুল আমিন জানায়, তার মেয়ে প্রভাতি ২৮ জুলাই শনিবার সকালে লক্ষির চর ইউনিয়নের পালপাড়া গ্রামে তাঁর বড় ভাই মজনু মিয়ার শ^শুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে আজ বিকাল সাড়ে চারটার দিকে আত্মীয়স্বজনের সঙ্গে নৌকা করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হয়। এ সময় নৌকাটি পালপাড়া নৌকা ঘাটে পৌঁছলে স্কুলছাত্রী প্রভাতি ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ হয়। এরপর সে নিখোঁজ ছিল।

(আরআর/এসপি/আগস্ট ০৯, ২০১৮)