রানীশংকৈল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী এবং পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর পেক্ষিতে ঠাকুরগায়ের রানীশংকৈল পৌরসভা এলাকায় পানি নিষ্কাশনের জন্য আর সিসি মাষ্টার প্লান ড্রেন নির্মানের লক্ষ্যে পৌর এলাকার মহাসড়কের পাশে অবস্থিত সমস্ত অবৈধ স্থাপনা সরাতে পৌর এলাকা জুড়ে গত বুধবার থেকে মাইকিং করে নিজ দায়িত্বে স্থাপনা সরাতে আহবান জানাচ্ছেন পৌর মেয়র আলমগীর সরকার। 

জানা যায়, পৌর এলাকার শিবদিঘী জিরো পয়েন্ট থেকে কুলিদ নদী ব্রীজ পর্যন্ত প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এগারোশত মিটার ড্রেন নির্মাণ হবে। আগামী ১২ আগষ্ট এ নির্মাণ কাজ শুরু করা হবে। তাই পৌর এলাকার মহাসড়কের পাশে অবস্থিত সমস্ত অবৈধ স্থাপনা সরাতে পৌর মেয়র আলমগীর সরকার এ অনুরোধ জানান।
পৌর মেয়র আলমগীর সরকার বলেন,ড্রেন নির্মাণের স্বার্থে সকলে আমাকে সহযোগিতা করবে এটা আমি বিশ্বাস করি। তাই মাইকিং করে অবৈধ স্থাপনা সরাতে সহযোগিতা চেয়েছি।

উল্লেখ্য, গত ২৯শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁ সফরে এসে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন তার মধ্যে রানীশংকৈল পৌর সভার আর সিসি মাষ্টার ড্রেন ছিলো।

(কেএএস/এসপি/আগস্ট ০৯, ২০১৮)