কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : পৌরশহরে নাশকতার চেষ্টার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার রাতে পুলিশের এস.আই মোশাররফ হোসেন বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা মোতাবেক কেন্দুয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বাদী এস.এই মোশাররফ হোসেন জানান, গত ৫ আগস্ট পৌরশহরে একটি বিশেষ মহলের লোকজন সরকার বিরোধী কর্মকান্ডে জড়িয়ে পৌর শহরে মানুষের মাঝে আতংক ছড়িয়ে দিতে নাশকতার চেষ্টা চালায়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে নাশকতা সৃষ্টির চেষ্টাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) স্বপন চন্দ্র সরকার বলেন, একটি মহল পৌরশহরে নাশকতা চালানোর চেষ্টা করেছিল। এইসব অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারা মোতাবেক পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তদন্তের মাধ্যমে সনাক্ত করে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(এসবি/এসপি/আগস্ট ০৯, ২০১৮)