তথ্যপ্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অজান্তে তাদের আশপাশের শব্দ গোপনে ধারণ করে না আইফোন। এমনকি আইফোনে ব্যবহার উপযোগী অন্য কোনো অ্যাপকেও এ সুযোগ দেওয়া হয় না। ব্যবহারকারীদের কাজের প্রয়োজনেই শুধু ডিভাইসের মাইক্রোফোন চালু করা হয়, জানিয়েছে অ্যাপল। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে অ্যাপল আরো জানায়, আইফোনের পাশাপাশি ভার্চুয়াল সহযোগী সেবা ‘সিরি’র সঙ্গে ব্যবহারকারীদের বিনিময় করা বার্তাও সংরক্ষণ করা হয় না। ফলে তৃতীয় পক্ষের কাছে কোনো তথ্য পাচার হয় না।

আর তাই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ভঙ্গ হয় না।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০১৮)