আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঈদ-উল আজহা উপলক্ষে ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী লঞ্চের অগ্রিম টিকিট বুকিং শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে।

নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির জানান, লঞ্চ মালিকদের সাথে বৈঠক শেষে শুক্রবার সকাল থেকে বরিশাল, পুটয়াখালী, ঝালকাঠি, ভোলাসহ দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের কাছ থেকে টিকিট বুকিং নেয়া শুরু হয়েছে। তবে যাত্রীরা টিকিট হাতে পাবেন যাত্রার দিন। তিনি আরও জানান ভোলাগামী লঞ্চগুলোর প্রায় শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়। বরিশাল, ঝালকাঠির ৫০ শতাংশ অনলাইনে বিক্রি হয়। আর বাদ বাকি যা থাকে তা লঞ্চে বসেই যাত্রীদের হাতে দেয়া হবে।

(টিবি/এসপি/আগস্ট ১০, ২০১৮)