কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর হাসানের বড়ভাই শাহজাহান (৫৫) এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় শতশত মানুষ অংশ নেয়। জানাযা শেষে বাড়ির পাশেই মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে শুক্রবার বেলা ৩ টায় দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ট্রেনে কাটা পরে ময়মনসিংহ নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার পদে কর্মরত মোঃ শাহজাহান। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের বড়তলী গ্রামে তার মরদেহ আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমায়।

নামাজের জানাযায় অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খাইরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু নাসের তালুকদার মিলু সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সরকারী বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। জানাযার আগে প্রায়ত শাহজাহানের মরদেহ ফুলদিয়ে শ্রদ্ধা জানান জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।

কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা সাংবাদিক সমাজের পক্ষ থেকে বড়তলী গ্রামে গিয়ে শাহজাহানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

(এসবি/এসপি/আগস্ট ১০, ২০১৮)