কুমিল্লা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে ভিডিও ফুটেজ দেখে এবং তদন্ত করে সাংবাদিকদের উপর হামলাকারীদের সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, কেউই ট্রাফিক আইন মানতে চায় না। সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে চালকের দক্ষতা যেমন প্রয়োজন তেমনি জনগণের সচেতনতাও খুব দরকার।

আজ শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসকল কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় সাবেক আইনমন্ত্রী অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, জেলা প্রশাসক আবুল ফজল মিয়া, পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এছাড়াও তিনি আজ বিকেলে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমদ ও পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা পুলিশ লাইনসে নির্মিত ‘চেতনায় ৭১’ ভাস্কর্য উদ্বোধন করবেন।

(এইচকে/এসপি/আগস্ট ১১, ২০১৮)