শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে ছেলে আব্দুল আজীজের মরদেহ পাওয়ার প্রায় ৯ বছর পর একইস্থানে এবার পাওয়া গেলা বাবা আব্দুল হালিমের (৫২) মরদেহ।

শনিবার সকাল ৮টার দিকে শহরের পূর্বশেরী অষ্টিমীতলা সংলগ্ন মৃগীনদীর তীর থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল হালিম ওই এলাকার মৃত শহর আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল (শুক্রবার) বিকাল তিনটার সময় আব্দুল হালিম বাড়ী থেকে কাজে যাওয়ার কথা বলে বের হয়ে যায়। পরবর্তীতে রাত হয়ে গেলেও সে বাড়ী ফিরে না আসায় স্বজনরা খোজাঁখোজিঁ করতে থাকে । পরে একপর্যায়ে আজ সকালে স্থানীয়রা মৃগী নদী সংলগ্ন তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখলে স্বজনদের খবর দেয়। স্বজনরা মরদেহ সনাক্ত করে পুলিশকে খবর দিলে ,পুলিশ ঘটনাস্থলকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, ১ মে,২০০৯ সালে একই স্থানে নিহত আব্দুল হালিমের ছেলে আব্দুল আজিজের মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে এনিয়ে মামলা দায়ের হলে মামলাটি এখন বিচারাধীন আছে।

এদিকে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর জানালেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।

(আরএস/এসপি/আগস্ট ১১, ২০১৮)