আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাংলা সাহিত্যর অমর কাব্য মনসা মঙ্গল রচয়িতা, মধ্যযুগীয় প্রখ্যাত কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ঐতিহাসিক মনসা মন্দির প্রঙ্গনে ১১আগষ্ট (শনিবার) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী রয়ানি গান উৎসব। চলবে ১৩ আগষ্ট সোমবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রয়ানি গানে হাজারো ভক্ত আর শ্রোতার উপস্থিতিতে রয়ানি গান পরিবেশন করছেন বরিশালের শ্রী শ্রী মা মনসা সম্প্রদায়। 

পঞ্জিকা মতে, ১৭ আগষ্ট শুক্রবার মহা আড়ম্বরের মধ্য দিয়ে ৫শ ২৪ বছরের ঐতিহ্যবাহী বিষ হরি মনসা দেবীর বাৎসরিক পুঁজা অনুষ্ঠিত হবে। কবি বিজয়গুপ্ত স্মৃতি রক্ষা ও শ্রী শ্রী মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটি নেতৃবৃন্দ জানান, পূঁজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন।

(টিবি/এসপি/আগস্ট ১২, ২০১৮)