ধামরাই (ঢাকা) প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারো ইদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ প্রকল্পের আওতায় ৯২৪২০ (বিরানব্বই হাজার চারশত বিশ কেজি)কেজি চাল ধামরাই পৌর সভা থেকে চার হাজার ছয়শত একুশটি পরিবারের মাঝে বিশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার সকাল নটায় স্থানীয় সোবাহান মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর এই চাল বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন।

ইদুল আজহা উপলক্ষে সরকার অতি হতদরিদ্র ও দুস্থদের মাঝে চাল বিতরণে সবাই খুশি।

মেয়র গোলাম কবীর বলেন, আওয়ামীলীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য চিন্তা করেন। তিনি এই হাজার হাজার হত দরিদ্রদের মাঝে বিশ কেজি করে চাল বরাদ্দ দেওয়ায় এই জনগোষ্ঠী খুশি হয়েছে। এরাও নৌকার বিজয়ের প্রত্যাশা করেন এই সাধারন জনগোষ্ঠী।

তিনি নিজে উপস্থিত থেকে ধামরাই পৌর সভার সকল কাউন্সিলর ও ষ্টাফদের নিয়ে এই চাল বিতরন কাজ সম্পন্ন করেন।তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও হত দরিদ্রদের নিয়ে ভাবেন।

(ডিসিপি/এসপি/আগস্ট ১২, ২০১৮)