দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির বিশেষ সাধারণ সভায় ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

গত শনিবার রাত ৮টায় মন্দির চত্বরে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন পূর্বে কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত। এতে বক্তব্য রাখেন অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, বিশিষ্ট শিল্পপতি রাজু গুপ্তা, রাজেন্দ্র প্রসাদ শর্মা সম্ভু, অশোক প্রসাদ গুপ্ত, কাউন্সিলর হারান দত্ত, কমল চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী, নারায়ণ চন্দ্র সরকার, সজল প্রসাদ গুপ্ত প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সাবেক কাউন্সিলর জয় প্রকাশ গুপ্তকে সভাপতি, অভিনয় দত্ত, প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, রাজু গুপ্তা ও সাক্ষী গোপালকে সহ-সভাপতি এবং জয়রাম প্রসাদকে সাধারণ সম্পাদক ও রাজেন্দ্র প্রসাদ শর্মা সম্ভুকে যূগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করে পাঁচ বছরের জন্য ৩০সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সম্পাদক কাউন্সিলর হারান দত্ত, নব কিশোর সরকার বিদ্যুৎ, শান্ত পালিত, সুব্রত বর্মন, কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার গুপ্ত, সহ-কোষাধ্যক্ষ সজল প্রসাদ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, প্রচার সম্পাদক অংকর প্রসাদ, সহ-প্রচার সম্পাদক মানিক রায়, সাজসজ্জা সম্পাদক অরূপ সরকার, দপ্তর সম্পাদক অলক সরকার, সহ-দপ্তর সম্পাদক রিপন গুহ, কার্যকরী সদস্য সাবেক কাউন্সিলর উর্মিলা গুপ্তা, বিশ্বজিৎ গুপ্ত, কমলেশ রায়, রাজু প্রসাদ, মিলন কুমার গুপ্ত, সৌরভ পালিত, মানিক চৌধুরী, সাগর পাল, সাজু সাহা ও কিশোর গুপ্ত বাউ।
এছাড়াও ফুলবাড়ীর হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে ১৯সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

(এসিজি/এসপি/আগস্ট ১২, ২০১৮)