রাজশাহী প্রতিনিধি : আমের ওজনে কারচুপির প্রতিবাদ করায় রাজশাহীর পুঠিয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন আহত হয়। আহতদের মধ্যে আকবর হোসেন (৬০) নামে এক বৃদ্ধের অবস্থা গুরুতর।

উপজেলার বানেশ্বর বাজারে সোমবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতের বরাত দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক জোবায়ের রহমান জানান, পুঠিয়ার বানেশ্বর বাজারে চারঘাটের সরদাহ এলাকার জনৈক ব্যক্তি এক ভ্যানে আম বিক্রি করতে আসে। এ সময় মৌগাছী এলাকার কামাল ও নামাজগ্রাম এলাকার আড়তদাররা তা কেনেন। এতে ২টা পঁচা আম পাওয়ায় ৫শ’ টাকা কম দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। এ নিয়ে প্রতিবাদ করায় নামাজগ্রাম ও শিবপুর গ্রামের বেশকিছু উচ্ছৃঙ্খল যুবক লাঠি-সোটা, লোহার রোড ও চাইনিজ কুড়াল নিয়ে প্রতিবাদকারী আকবর হোসেনের ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দাস মেডিকেলে ও পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আরও ১০ জন আহত হন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ওএস/এইচআর/জুলাই ১৫, ২০১৪)