সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপার ডাকুয়া-গজালিয়া ইউনিয়নের সংযোগ সেতু  গজালিয়া খালের ওপর নির্মিত আয়রন ফুট ব্রিজ রবিবার বিধ্বস্ত হয়ে ইট বোঝাই ট্রলি খালে নিমজ্জিত হয়।  

ট্রলির চালক হাবিবকে (৩৫) আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে। কলাগাছিয়া থেকে রাস্তা নির্মানের জন্য ইট বোঝাই ট্রলি ইছাদি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সেতুটি বিধ্বস্ত হওয়ায় দুই পাড়ে অর্ধশতাধিক যানবাহনে ৫ শতাধিক যাত্রী আটকা পড়ে। এ সেতু দিয়ে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী-শিক্ষক সহ কয়েক হাজার লোক প্রতিদিন যাতায়াত করে।

জানা গেছে, হালকা যনবাহন ও পায়ে হেটে পথচারি পারাপারের জন্য জেলা পরিষদের অর্থায়নে ২০০০ সালে গজালিয়া খালে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যরে এ ব্রিজটি নির্মান করা হয়। কিন্তু প্রতিদিন ৪/৫টন ওজনের ভারি যানবাহন চলাচল করে।

ডাকুয়া ইউপি সদস্য সায়েম মৃধা জানান, হঠাৎ বিকট শব্দে সেতুটি ভেঙ্গে যায়। শব্দ শুনে এলাকার লোকজন এসে ট্রলির চালক হাবিবকে খাল থেকে উদ্ধার করে। উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার জানান, হালকা যানবাহন চলাচলের জন্য এ সেতু নির্মান করা হয়।

(এসডি/এসপি/আগস্ট ১২, ২০১৮)