সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর্যুপুরি ছুরিকাঘাতে মাকাশিপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুমন (২৮) নামের এক যুবক মারাত্মক ভাবে জখম হয়। শনিবার রাতে রোয়াইলবাড়ী বাজারে এ হামলর ঘটনাটি ঘটে। আশংকা জনক অবস্থায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর এলাকায় খবর ছড়িয়ে পড়ে সুমন মারা গেছে। তবে রবিবার তার পারিবারিক সূত্র জানায় সুমন মারা যায়নি তার অবস্থা সংকটাপন্ন।

এদিকে নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নির্দেশে পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সঙ্গে জরিত থাকার অভিযোগে শনিবার রাতেই একই গ্রামের মাকাশিপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোবারক (৩০), সুজন (২৮) ও আব্দুল কুদ্দুসের স্ত্রী শিউলি আক্তারকে আটক করেছে।

মাকাশিপাড়া গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই গ্রামের হেলাল উদ্দিন (হালান মিয়ার) দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে শনিবার বিকালে দুই পক্ষের বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। রাত অনুমান ৮ টার দিকে সুমন রোয়াইলবাড়ী বাজারে গেলে প্রতিপক্ষের জালাল উদ্দিনের ছেলে মোবারক, সুজনসহ আরো অনেকেই তাকে একাকি পেয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করতে থাকে। তার চিৎকারে বাজারের লোকজন দৌড়ে এসে সুমনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর উজায়ের আল মাহমুদ আদনান জানান, পুলিশ সুপারের নির্দেশে রাতেই ৩ জন কে আটক করেছি। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

(এসবি/এসপি/আগস্ট ১২, ২০১৮)