আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ।

রবিবার সকালে বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রব হাওলাদার, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির হোসেন মুনির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি উল্লাহসহ শিক্ষকবৃন্দ। শেষে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গৌরনদী বাস ষ্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের কাগজপত্র যাচাই-বাচাই করেন।

(টিবি/এসপি/আগস্ট ১২, ২০১৮)