বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবের ১৪জন মরহুম সদস্যের স্মরণে সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে স্মরণ সভায় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মৃতিময় কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বাগেরহাট প্রেসক্লাবের ১৪জন মরহুম সদস্যরা হলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ.এস.এম. মোস্তাফিজুর রহমান, শেখ আমজাদ আলী গোরাই মিয়া, আব্দুল বারী ইজারাদার, রফিকুল ইসলাম খোকন, এস.এম. মাহেরুদ্দীন, শাহাবউদ্দিন আহমেদ. ডা. মো. মুজিবর রহমান, শেখ নজিবর রহমান, মল্লিক মোফাজ্জেল হোসেন ধলু, অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলু, মো. আনোয়ারুল ইকবাল, এস.এম. জাকারিয়া মাহমুদ, মো. ফজলুর রহমান খান ও মো. মুজিবর রহমান শাপলা।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তৃতা করেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি নীহার রঞ্জর সাহা, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশারেফ হুসাইন, মো. মোজাফ্ফর হোসেন, শেখ আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, শেখ হেমায়েত হোসেন, বাবুল সরদার, শেখ আজমল হোসেন, শেখ আবু সাঈদ প্রমূখ।

পরে বাগেরহাট প্রেসক্লাবের মরহুম সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় কোরানখানী, মিলাদ মাহফিল শেষে দোয়া-মোনাজাত করা হয়।

(এসএকে/এসপি/আগস্ট ১৩, ২০১৮)