সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : সাফল্যের সিঁড়ি বেয়ে দেশের সীমানা পেরিয়ে বিদেশে বৃত্তি নিয়ে গেছেন মোস্তফা আফরোজ আক্তার।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের আবু বক্কর সিদ্দিকি ও রুবিনা আক্তারের কণ্যা মোস্তফা আফরোজ আক্তার। তার দাদা মরহুম হাফেজ সামির উদ্দিন।

বর্তমানে তার মা বাবা চট্রগ্রামের পাহাড়তলি খুলসি এলাকার ৬ নম্বর রোডের বাড়ি নং এল- ৪৪ সি তে বসবাস করেন। ২০০৬ সালে ওয়ারলেস ঝাটালা কলোনী হাই স্কুল থেকে জিপিএ- ৫ পায় আফরোজ আক্তার। পরে চট্রগ্রাম গবর্ণী বালিকা কলেজ থেকেও ২০০৮ সালে এইচ.এস.সি পরিক্ষাতেও জিপিএ- ৫ পায়।

এরপর চট্রগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এন্টিলিজেনস ইউনিভার্সিটি ২০১৫ সালে (ভেটেরিনারি মেডিসেন ডক্টর) সিজিপিএ- ৪ এর মধ্যে ৩.০০ পায় এবং ২০১৭ সালে চট্রগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি থেকে সিজিপিএ- ৪ এর মধ্যে ৩.৭ পাপ্ত হয়।

আফরোজা আক্তারের বাবা আবু বক্কর সিদ্দিকী জানান, তার কণ্যা গত ১০ আগস্ট বৃত্তি নিয়ে"University of Tennessee, knoxville"তে গেছে। মেয়ের সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলার ক্ষেত্রে তিনি সকল মহলের দোয়া চান।

(এসবি/এসপি/আগস্ট ১৩, ২০১৮)