কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়ে খুশি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। কেন্দুয়া উপজেলার আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীটি মনের আনন্দে আবার লেখা পড়া শুরু করেছে।

প্রতিবেশি এক ব্যক্তিকে ওই ছাত্রীটিই বাল্য বিয়েটি বন্ধ করার বিষয়ে ১০৯ নম্বরে ফোন করার জন্য বলে দিয়েছিল।

আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, রোববার ১০৯ নম্বরে ফোন করার পর সেই কর্তৃপক্ষের মাধ্যমে অবগত হন নেত্রকোনা জেলা প্রশাসক মঈন উল ইসলাম। পরে তিনি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই বিয়েটি বন্ধ করার জন্য নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ জানান, তিনি অন্য একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রৌফ সরকারকে বিয়েটি বন্ধ করার জন্য পাঠান। রবিবার সন্ধ্যার আগে আব্দুর রৌফ সরকার পুলিশের সহায়তা নিয়ে বিয়েটি ভেঙ্গে দেয়।

আব্দুর রৌফ সরকার জানান, বিয়েটি ভেঙ্গে দেয়ায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীটি খুব খুশি। সোমবার ওই মেয়েটি তার সহপাঠিদের সাথে পাঠ গ্রহনের জন্য আশুজিয়া জে.এন.সি একাডেমিতে যায়। তার উদ্যোগে বিয়েটি বন্ধ হওয়ায় শিক্ষকরা তাকে অভিনন্দন জানান।

(এসবি/এসপি/আগস্ট ১৩, ২০১৮)