স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে সোমবার পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

সোমবার সকালে বিরলের হুসনা বাজারে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে রূপালী বাংলা জুট মিলের একজন শ্রমিক নিহত হয়।

আহত হয়েছে আরো একজন শ্রমিক। নিহত বিরল উপজেলার পূর্ব মহেষপুর শওকত আলীর ছেলে আফসার আলী (৪০)। আহতরা হলেন, হুসনা গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে শফিকুল ও শংকরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল-আমীন। অপরদিকে একই সময়ে চিরিরবন্দরে ট্রাক চাপায় এক জন গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

দিনাজপুর বিরল উপজেলার হুসনা বাজারের রূপালী জুট মিলের শ্রমিকেরা রাতে ডিউটি শেষে সকাল সাড়ে ৭টায় বাসায় ফেরার পথে বিরল থেকে বালু ভর্তি ট্রাক্টর বিরল পোর্ট মুখি যাওয়ার সময় চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়। এ সময় পাশে থাকা অপর দুইজন শ্রমিক গুরুতর আহত হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দূর্ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা প্রায় ১ঘন্টা রাস্তায় বেড়িগেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে রাস্তা স্বাভাবিক করে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টর চালক আজিজুর রহমান ও হেলপার নইমকে আটক করা হয়েছে।

(এসএএস/এসপি/আগস্ট ১৩, ২০১৮)