স্টাফ রিপোর্টার : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আজ মঙ্গলবার (১৪ আগষ্ট ২০১৮) ইউনিভার্সিটির সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য জনাব কামরুল হাসান।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব:), বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ আমাদের লজ্জার দিন, শোকের দিন, ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন, ১৯৬৮ এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯ এর গণঅভ্যূত্থান এর চুড়ান্ত রূপ হচ্ছে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ। এ যুদ্ধের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু। তারা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের অন্যতম সফল একজন রাজনীতিবিদ। তাঁর দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

বক্তারা শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে এদেশকে সোনার বাংলায় রুপান্তরিত করার আহবান জানান। সবশেষে বঙ্গবন্ধুর আত্মার কল্যানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(এন/এসপি/আগস্ট ১৪, ২০১৮)