ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নিখোঁজের ১৪ দিন পর  ঈশ্বরদী-পাবনা মহাসড়কের সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সীমানা প্রাচীরের পাশ থেকে উদ্ধার হয়েছে ঈশ্বরদী পৌর এলাকার শৈলপাড়ার মিঠুর (২৮) অর্ধগলিত লাশ। সে ঈশ্বরদী শহরের শৈলপাড়া এলাকার আব্দুল মজিদের পুত্র। মিঠু ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। 

স্বজনরা জানান, গত ৪ঠা আগষ্ট মিঠু অটোরিক্সা নিয়ে বাড়ি হতে বের হওয়ার পর নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার তার অর্ধগলিত লাশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সীমানা প্রাচীরের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন জানান, ৪ঠা আগষ্ট নিখোঁজ হওয়ার পর থানায় একটি জিডি করা হয়েছিল। মিঠুর একটি পা বাঁকা ছিল। সম্ভবত দূর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করেছে। এব্যাপারে ঈশ্বরদী থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, মরদেহটি যে মিঠুর এটা তার পরিবার সনাক্ত করেছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

(এসকেকে/এসপি/আগস্ট ১৪, ২০১৮)