সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচি চাল বরাদ্ধ করা হয়েছে। গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হচ্ছে। 

তবে গত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যে পরিমান গ্রহিতার সংখ্যা ছিল এবার প্রায় অর্ধেক কমে এসছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায় গত ঈদে ১৩টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির গ্রহিতার সংখ্যা ছিল ২৭ হাজার ৮ শ ৮৪ এবার তা কমে এসেছে ১৫ হাজার ৬ শ ৫৭ তে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ঈদে ২৭ হাজার ৮ শ ৮৪ জন সুবিধাভোগীকে ১০ কেজি করে খাদ্যশস্য (চাল) দেয়া হয়েছে। এবার সংখ্যা ১২ হাজার ২শ ২৭ জন কমলেও ওজন বাড়িয়ে প্রতি জনকে ২০ কেজি করে দেয়া হচ্ছে।

মঙ্গলবার কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সার তার পরিষদের সদস্যদের নিয়ে ভিজিএফ কর্মসূচির চাল বিতরন করেছেন।

তিনি বলেন, গত তারিখে ভিজিএফের চাল বিতরনের তালিকা করতে গিয়ে গরিব মানুষের সংখ্যা পাওয়াই মুশকিল ছিল। এবার প্রকৃত গরিব দুঃখি মানুষের মাঝে চাল বিতরন করা হচ্ছে।

২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আবু হারেছ জানান, এবার ৮ শ ৬৯ জনের মধ্যে প্রতিজনকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদের সচিব সুব্রত ভট্টাচার্য জানান, গত ঈদের চেয়ে সংখ্যায় কম হলেও ওজনে বেশি পাওয়ায় সুবিধাভোগীরা খুব খুশি।

(এসবি/এসপি/আগস্ট ১৪, ২০১৮)