মুজিববাদী চেতনা, রক্ত থেকে পাওয়া

তুমি কেমন পুরুষ দেখিনি বঙ্গ জনক
তুমি কেমন নারী জানিনি বঙ্গ মাতা
কেমন দুষ্ট জানা হলো না ছোট্ট রাসেল
সে নাকি সাইকেল চালাত বেশ,বুদ্ধি দ্বিপ্ত চোখ,রেগে মেগে গোমরা হওয়া মুখ
বাবা তার আদরের নাতীর নাম রাখলেন রাসেল
বাবা নাত্নির নাম রাখলেন আরজু মণি
এভাবেই প্রায় নাতী নাত্নীর নাম করণ করলেন
এই ছিল আমার বাবার মুজিব স্মরণ

প্রতি শ্রাবণের জোস্না বিহিন কালো রাতে কেমন যেন আউলা হতেন, আমার বাবা
বাবার গোমরা মুখ, বিষন্ন, উদ্ভ্রান্ত মনে
উম্মাদের মতো বিড় বিড় করতেন শুধু
মাঝে মাঝে কোরান তেলোয়াতে চিৎকার করতেন,গভির রাতে কাতরাতে কাতরাতে জিকির করতেন।
অভিসম্পাত দিতেন চিৎকার করতে করতে
আগস্টের প্রভাতে ফাতেহা দরুদ পড়তেন মা
ধবধবে ফর্সা মা, পড়তেন কালো শাড়ী
হালোয়া রুটি শিরনি সমেত মোনাজাত করতেন বাবা
ফাতেহা শরিফে কোন মোল্লা হুজুর দাওয়াত দেয়া হতো না
কেমন জানি ভয় করতেন বাবা

হরিণের চামড়ায় জায়নাম বিছাতেন
এর পর কি করুণ কান্নায় সুরেলা কন্ঠে
বাবা মোনাজাত করতেন

দেখা দেখি দু হাত জড়ো করে
মোনাজাতে অশ্রু ঝরাতাম আমরা

বাবা বলতেন,
আত্মঘাতী বাঙ্গাল শেখ সাহেব কে বুঝল না,এমন ঘাতকের দেশে স্বাভাবিক হই কি করে।
পিতা মুজিবের জীবিত কালে
কোন দিন আওয়ামীলীগ করেনি বাবা
পীরের সন্তান, অনুরাগী ছিলেন ভাসানির

৭৫র জ্বালিয়ে দিলো রাগ অনুরাগ বেহাগ
গুরুর গুরোচন্ডালি প্রতারণায় বাবা হতবাক
হুজুরের নাম শুনলেই হতেন অগ্নি শর্মা।

উর্দি পড়া কালো চশমার শাসক জিয়া
অন্য অনেক জলে ভাসা ভাসানুসারি লোভ লাভের আশায় প্লট নিলো পাহাড়ের
তারা পাহাড়ের প্লটের টোপ গেলাতে চাইলো, গ্রাম সরকার আরো কতো কি।

লোভের বর্শি কাটা গেলানো গেলো না তাঁকে
সিদ্ধান্তে অটল পাহাড় সালেহ আহমদ
সেই তো আমার পিতা, মুজিবের অনুরক্ত
মুক্তিযুদ্ধের রক্ত,মুজিবের ভক্ত

চশমা পরা মেজরের বর্শিগাথা নেতারা
উল্লাশের ছুঠছে দমানোর নিমিত্তে
দমাতে হবে সালেহ আহমদ কে
হয়রানি মামলা হলো অগ্রজদের নামে
আমি ও কি বাদ পড়েছি ? ধারা বাহিক সেই নোংরা খেলার পুরাণা প্রতিশোধে?
মুজিবের চেতনা মাথা নত জানে না।

পিতা মুজিব,তোমাকে দেখেছি হৃদয়ে
তোমাকে জেনেছি বাবার মুখ থেকে
সেই থেকে আমাদের উজানে পথ চলা
সেই থেকে তোমার কথা বলা
সেই থেকেই মুজিববাদের পাঠ নেয়া
সেই থেকেই হাসু বুবুর কর্মী হওয়া
আমি আমরা
পরিবার থেকেই পেয়েছি মুজিবের চেতনা
পরিবার থেকে পেয়েছি সুবিধার বিপরিতে চলা
পরিবার থেকেই নিয়েছি মুজিবের চেতনা
হাসিনা রেহেনার প্রেরণায় আমাদের পথ চলা।
দিয়েছি তো রক্ত,আমরা মুজিবের ভক্ত
শেখ মুজিবের চেতনা,শেখ হাসিনা প্রেরণা।
মুজিবের বাংলায়,রাজাকারের ঠাই নাই
মুজিবের চেতনা, কোন বাধা মানে না।