চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের ইপিজেড রেলওয়ে বস্তিতে সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে চারটি বসতঘরসহ চারটি গুদাম ও ১৫টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, আগুনে একাধিক কক্ষ বিশিষ্ট চারটি বসতঘর ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের চারটি গুদাম ও ১৫টি দোকান পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে আগ্রাবাদ, পতেঙ্গাসহ চারটি ফায়ার ইউনিটের ১২টি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা শাহিদুর রহমান বলেন, বস্তির কোনো একটি ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। যা পরে পুরো বস্তিতে ছড়িয়ে পরে।

রেলওয়ের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা এ বস্তিতে অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

(ওএস/এসপি/আগস্ট ১৫, ২০১৮)