কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নানা কর্মসূচির আয়োজন করে। 

সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, শোক র‌্যালী সহ মুক্তিযুদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, বঙ্গবন্ধু বাংলাদেশ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ, স্বরচিত কবিতা আবৃত্তি, মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

সকালে শোক র‌্যালিতে অংশ নেয় কেন্দুয়া সরকারি কলেজ, পারভিন সিরাজ মহিলা কলেজ, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, সায়মা শাহজাহান একাডেমি, আলহাজ্ব আতিকুর রহমান একাডেমি, আয়েশা সালাম ভূঞা একাডেমি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দ বিদ্যা নিকেতন সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।

র‌্যালিতে নেতৃত্বদেন ইউএনও মুকতাদিরুল আহমেদ, পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানরা রোজি, সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সমান্ডার মো: বজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীনাত সাবা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ। এসময় স্বরচিত কবিতা আবৃত্তি করেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

(এসবি/এসপি/আগস্ট ১৫, ২০১৮)