নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : যথাযথ মর্যাদায় নানা আয়জনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শোক র‌্যালি নিয়ে উপজেলা স্মৃতি সৌধে পুষ্প অরর্পন করেন। র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগনের উদ্দোগে গত বুধবার দুপুরে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আব্দুল বাতেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আহ্সান ইসলাম টিটু, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি কাজী এ.টি এম আনিছুর রহমান বুলবুল, জাতীয় ফুটবল দলের সাবেক আধিনায়ক মো. খোরশেদ আলম বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য তারেক শামস্ খান হিমু প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/আগস্ট ১৫, ২০১৮)