মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীর শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সূর্যদয়ের সাথে সাথে সরকারি ও আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনিমিত করণ, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জালি, শোক র‌্যালি, আলোচনা সভা, ইয়াতিমদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন, সকল মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ থেকে শোক র‌্যালী বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক দক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ সাইফদ্দীন ওয়ালীদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা,মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যপারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধা প্রমুখ।

এ ছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর অংগ সংগঠন পৃথক পৃথক ভাবে শোক দিবস পালন করে।

(ইউজি/এসপি/আগস্ট ১৫, ২০১৮)