গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। 

বুধবার সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর শোক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রাফিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ প্রমুখ। সভাশেষে শেষে প্রধান অতিথি চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার , সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতিলীগ, ছাত্রলীগ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচির পালন করে। ।

(এসআরডি/এসপি/আগস্ট ১৫, ২০১৮)