নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে স্ত্রী সুমনা ইসলামকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।আর স্বামী শামীম মিয়ার (৩০) লাশ উদ্ধার করা হয়েছে গলায় ফাঁস দেওয়া অবস্থায়।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটিয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই গোলাম মোস্তফা জানান, ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় আমির আলী ভাণ্ডারীর দুটি রুম ভাড়া নিয়ে বসবাস করছিলেন তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। দুই মাস আগে তিনি একটি রুম সাবলেট হিসেবে ভাড়া দেন শামীম ও সুমনা ইসলাম দম্পতির কাছে।

শামীম নির্মাণ কাজের শ্রমিক (রাজমিস্ত্রী) ও সুমনা একটি গার্মেন্টে চাকুরী করতেন।

মঙ্গলবার সকালে ঘরের দরজা খোলা দেখে আশপাশের লোকজন ঘরে গিয়ে মেঝে মধ্যে সুমনা ও জানালার মধ্যে শামীমের ঝুলন্ত লাশ দেখতে পায়।


বিষয়টি স্থানীয় থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এস আই মোস্তফা বলেন, সুমনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। তার গলায় কাপড় পেছানো ছিল। আর শামীমের লাশটি গলায় ফাঁসি দেওয়া অবস্থায় ছিল।

(ওএস/এইচআর/জুলাই ১৫, ২০১৪)