লাইফস্টাইল ডেস্ক : টিনএজ বা কিশোর বয়সে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া পরবর্তীকালে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। সম্প্রতি একটি তথ্যে প্রকাশ হয়েছে যে, কিশোর বয়সে অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার ফলে পরবর্তীকালে কোলন ক্যানসারের ঝুঁকি ৫৩ থেকে ৫৪ শতাংশ বাড়ে। এই ঝুঁকি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই থাকতে পারে।

সম্প্রতি একটি তথ্যে প্রকাশ হয়েছে যে, কিশোর বয়সে অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার ফলে পরবর্তীকালে কোলন ক্যানসারের ঝুঁকি ৫৩ থেকে ৫৪ শতাংশ বাড়ে। এই ঝুঁকি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই থাকতে পারে। কিশোর বয়সে অতিরিক্ত মোটা হওয়া রেক্টাল ক্যানসারের ঝুঁকি পুরুষদের মধ্যে ৭১ শতাংশ বাড়িয়ে দেয়।

একই ঝুঁকি থাকে নারীদের ক্ষেত্রেও। তাই বেশি বয়সে কোলন ক্যানসার , রেক্টাল ক্যানসারের ঝুঁকি কম করতে কিশোর বয়স থেকেই স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনার সন্তান যেন ছোট বয়স থেকেই মোটা না হয়ে যায় সেদিকে নজর দিন।

(ওএস/এসপি/আগস্ট ১৫, ২০১৮)