টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। পরে একটি এক শোক র‌্যালী শহরের প্রধান পধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমীন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরসহ জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা র‌্যালীতে অংশ গ্রহন করে।

পরে জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সকল মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

(এনইউ/এসপি/আগস্ট ১৫, ২০১৮)