মাগুরা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে মাগুরায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক দিন ব্যাপী নানান কর্মসূচি পালিত হচ্ছে। সকাল ১০টায় কালেকটরেট থেকে একটি র‌্যালি বের হয়ে নোমানী ময়দানের স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া প্রতি মন্ত্রি বিরেন শিকদার এমপি, মেজর জেনারেল(অবঃ) এ টি এম ওয়াহ্হাব এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।

দিবসটি উপলক্ষে আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল, শিশু কিশোরদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, চলচিত্র প্রদর্শনী এবং জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ কর্মসুচি পালিত হচ্ছে। এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

(ডিসি/এসপি/আগস্ট ১৫, ২০১৮)