নোয়াখালী প্রতিনিধি : স্বাধীনাতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ‘সোনার বাংলা গড়ার শপথ নিয়ে’ আজ নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী ব্যপক কর্মসূচির মাধ্যেমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস ২০১৮ পালিত হয়।

জেলার বিভিন্ন স্থানে গণভোজের আয়োজন করা হয়েছে। এদিকে সুবর্ণচরে প্রত্যেক ইউনিয়নে মিলাদ, দোয়া মাহফিল, কাঙ্গালি ভোজ, ভিবিন্ন বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা করা হয়, চরজব্বর থানার আয়োজনে দোয়া মাহফিল এবং কাঙ্গালি ভোজের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী আবু ওয়াদুদ, চরজব্বর থানা অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগ সভাপতি এডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগ আহব্বায়ক আবুল বাশার, ২নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম, জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ আব্দুর রব, ২নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুর্বণচর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম রাজিব, সুবর্ণচর উপজেলার আহব্বায়ক ছাত্রলীগের আমির খসরু মাহমুদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা সিরাজ, আতিক উল্যাহ সুজন, আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার ছাত্রলীগ নেতা স্বপনসহ আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেন্ত্রীবৃন্দ, দ্বীপ উপজেলা হাতিয়ায় লক্ষাধিক লোকের ভোজের আয়োজন করেছেন শিল্পপতি মাহমুদ আলী রাতুল।

(আইইউএস/এসপি/আগস্ট ১৫, ২০১৮)