অপরূপ ললনা

হে প্রিয়
হৃদয়ের গহীন অরণ্যের লুকানো মনস্থল থেকে
তোমায় ভালবাসি।
দিবস যামিনী কোটি কষ্টের অন্তরালে
কারণে অকারণে ওষ্ঠে থাকে হাসি।
ভালবাসি তোমাকে শশী, শৈল, সিন্ধু হিমালয় জানে
জোৎস্না রাতে পুস্প ছড়ায় তোমারি ললিত কাননে।
দেখছি তোমায় স্টেশানে, করেছি তোমার বন্ধনা
হিয়া-তোমার অপরূপ শ্রী চেহারাটা মন্দ না।
মনের মাজে ছিল তোমার অসীম মায়া ভরা
দর্শনেতে করেছ পাগল দিয়েছ হৃদয় নাড়া ।
ভালবাসার অথৈই সাগরে দিয়েছ আমায় ফেলে
ভাবি তোমায়, নিরলে, নিশিতে প্রেমের দুয়ার খুলে
কোথাও আমার মন বসেনা হাজার চেষ্টা ছলে
ভালবাসি, ভালবাসি, প্রিয় তোমায় ভালবাসি বলে।
জানিয়ে দিয়েছি বিহঙ্গ অধরে জেনে নিয়েছে সাগর
তোমার রূপের চন্দ্র রাজ্যে তোমায় নিয়ে বিভোর।
তোমায় নিয়ে অচেতন থাকি নেইকো অন্নহার
পাগল করা হৃদয় কাড়া সব আছে তোমার।
ওষ্ঠ তোমার শিশির ভেজা লাল গোলাপের পাপড়ি
অঙ্গ যেন হীরার ঝলক কোমল মেঘের শুচি।
আঁখি দুটি সত্যি লাগে হরিণী
ভ্রূণ গুলো নয়ন নীড়ে প্রেম মায়াবিনী।
নীল গগনের মত বড়ই উদার হিয়া তোমর
মাথায় তোমায় ছড়িয়ে আছে কুন্তল চিরলপাতার।
চরণ দুটি যেন তোমায় গাঁদা ফুলের ডাঁটা
হাত দুটো যেন তোমার সোনালী স্বর্ণলতা।