তুমি নক্ষত্রের মতো ছোট হও

তুমি নক্ষত্রের মতো ছোট হও, অারও ছোট রও, ছোট হয়ে যাও।
এতোটা ছোট হয়ে যাও তুমি যেন দূরের ওই চোখ তোমায় দেখতে না পায়,
বিশ্বব্রহ্মাণ্ডে যেন তুমি অতিশয় বিন্দুর থেকেও নিতান্ত ক্ষুদ্র।

অাবার তুমি ছোট হবার চেষ্টা করো, এরূপে ছোট হতে হতে একবার তুমি বিস্ফোরিত হও!
তোমার বিস্ফোরণের অালোয় জ্বলে উঠবে তাবৎ পৃথিবী, অাকাশ হবে সুষমাময়।
তুমি ছোট হবার অাগে কখনো বড়ো হয়ো না।

তুমি নক্ষত্রের মতো ছোট হও, এভাবে ছোট হতে হতে একদিন তুমি জন্ম দেবে বিস্তৃত বৃহৎ নক্ষত্ররাজির;
তুমি হয়ে উঠবে অাকাশের থেকেও বিশাল, সূর্যের থেকেও তীব্র, অালোর থেকেও অারও বেশি জ্যোতিষ্মান।

শেষবারও অাবার তুমি নক্ষত্র হবার অব্যর্থ চেষ্টা করো। এবার তুমি নক্ষত্র হয়ে অনেক বড়ো হয়ে যাও,
যেন শুধু দূরের চোখ নয়, সমগ্র পৃথিবী সমবেত বিস্ময়ে দর্শন করে তোমায়- স্যালুট জানায় বিশ্বব্রহ্মাণ্ডে ছড়ানো-ছিটানো বিন্দুর চেয়েও ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলো!
এবার তুমি নিশ্চয় অনেক বড়ো হয়ে যাবে; তবে অাগে তোমাকে অবশ্যই নক্ষত্রের মতো ছোট হতে হবে,
অারও বেশি তোমাকে ছোট হতে হবে।