আন্তর্জাতিক ডেস্ক : সংঘাত বন্ধে মিশরের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে সম্মত হয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় এই অস্ত্রবিরতি কার্যকর হযেছে। তবে হামাস তা নাকচ করেছে।

মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ৮ জুলাই থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলের হামলায় ১৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে সহস্রাধিক। তবে এ পর্যন্ত ইসরাইলের কেউ নিহত হয়নি। কয়েকজন আহত হওয়ার দাবি করেছে তেল আবিব।
তবে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এ প্রসঙ্গে হামাসের অন্যতম মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, প্রস্তাবিত অস্ত্রবিরতি নিয়ে সমঝোতা না হওয়ায় তা প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি বলেন, যুদ্ধের সময় আগে যুদ্ধবিরতি করে পরে আলোচনা করার কোনো অর্থ হয় না।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় তিন স্তরের একটি যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করে মঙ্গলবার। এতে ১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির কথা বলা হয় এবং আজ (মঙ্গলবার) থেকে কার্যকরী হওয়ার কথা।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে- যুদ্ধবিরতির পর বর্ডার ক্রসিংগুলো খুলে দেয়া হবে এবং দু’পক্ষ রাজধানী কায়রোয় আলোচনায় বসবে।
মিশরের দেয়া প্রস্তাবটি নিয়ে ইসরাইলের মন্ত্রিসভা আজ আলোচনায় বসে অস্ত্রবিরতির প্রস্তাবে সাড়া দেয়। যদিও তেল আবিব যুদ্ধবিরতি বিষয়ে জাতিসংঘের আহ্বান ইতিমধ্যে প্রত্যাখ্যান করে আসছে।
(ওএস/এএস/জুলাই ১৫, ২০১৪)