সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে সোনার মানুষ হিসেবে তাদের গড়ে তুলে স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণের লক্ষে রায়গঞ্জের ঐতিহ্যবাহী সদর মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ হৃদয় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' বই উপহার দিলেন।

রবিবার সকাল ১১টার দিকে অত্র কলেজ হল রুমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুর আত্নজীবনী বই তুলে দেন বলে জানান, অত্র কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা।

বই বিতরণের পূর্ব মূহুর্তে হৃদয় তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, দেশকে যতো জানবে, ততোই দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। আর এই জন্য প্রয়োজন মানসম্পন্ন বই পড়া। এ সময় কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বই উপহার পেয়ে যেন হারিয়ে যান বঙ্গবন্ধুর আত্নত্যাগের মাঝে।

উক্ত বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস আলম তালেব, ধানগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খাঁন,রায়গঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ স্বাধীন প্রমুখ।

আবুল কালাম আজাদ হৃদয়ের এমন কর্মকান্ডে সকল শিক্ষার্থীরা ছাড়াও উচ্ছ্বসিত হয়েছে শিক্ষক,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

(এমএএম/এসপি/আগস্ট ১৯, ২০১৮)