গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সেঞ্চুরি হয়েছে। ভুলেভরা প্রশ্নপত্র দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘটনা তদন্ত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার (১৯আগস্ট) দুপরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন তদন্ত কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। গত ৬ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ভুলেভরা প্রশ্নপত্র দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে শুধু পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রে ভুলের পরিমাণ সেঞ্চুরি ছাড়িয়ে গেছে।

অভিভাবকরা জানান, একটি শিক্ষক প্যানেল ও প্রশ্ন প্রণয়ন কমিটির যাচাই-বাছাইকৃত প্রশ্নপত্রে যদি এতো ভুল থাকে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাড়িয়েছে তা ভাবতেই লজ্জা লাগে। এই ভুলের দ্বায় শিক্ষা বিভাগ কোনভাবেই এড়াতে পারে না। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হলে ভবিষ্যতে এই ধরণের ঘটনা আরো বৃদ্ধি পাবে।

স্থানীয় ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উপজেলায় সরকারি ও বেসরকারি ১৮১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। অভিভাবকরা জানান, গত ৭ আগস্ট অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির গণিত পরীক্ষায় ১৫ মিনিটে কত সেন্টিমিটার? এমন একটি হাস্যকর প্রশ্ন ছাপা হয়েছে। গণিতের ওই প্রশ্নপত্রের খ ক্রমিক প্রশ্ন অসম্পূর্ণ বাক্য।

১নং এর ঘ, ঢ, থ, ৪নং এর ক, ৫নং এর খ, ৬ এর ক, অথবা’র ক, ৮ এর গ, ১০নং ও ১০নং এর ক, অথবা’র ক, ১১নং এর খ ও গ ক্রমিকে ‘দাড়ি’ এর স্থলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। ৮ আগস্ট অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ১০০ পূর্ণমানের জায়গায় ৯০ লেখা হয়েছে। এছাড়াও বিভিন্ন শ্রেনির বিষয়ভিত্তিক প্রশ্নপত্রে বানান ভুল, মানবন্টন, শব্দ চয়নে অনেক ধরণের ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।

এদিকে প্রশ্নপত্রে ভুলের বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম, জেলা সদর শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী সহ চার সদস্যের একটি তদন্ত টিম ঘটনা তদন্ত করতে রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রশ্নপত্রে ভুলের ঘটনা তদন্ত করতে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

(এসআইএম/এসপি/আগস্ট ১৯, ২০১৮)