কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুরভী আক্তার ইভাকে (১১) পালাক্রমে ধর্ষণের পর হত্যা মামলায় সৎ মা সালমা বেগম ও পড়শি যুবক কাওসার ঘরামীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

রবিবার দুপুরে কলাপাড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালত এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার মহিপুর থানা পুলিশ এ দুইজনকে গ্রেফতার করে। শুক্রবার সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার এসআই ও মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য প্রক্রিয়া শুরু করেছি।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার মহিপুর থানার সেরাজপুর গ্রামে ১৪ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল অজ্ঞাত দুর্বৃত্ত নিহত ছাত্রীর ঘরে প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করলে অচেতন হয়ে পড়ে। গোপনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। শঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বর্বর ও নৃশংস হত্যাকান্ডের এ ঘটনার পরে এলাকার লোকজন আতঙ্ক আর উৎকন্ঠায় রয়েছেন।

এ ঘটনার পর থেকে নিহত ছাত্রীর সৎ মা সালমা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখে।

বুধবার নিহত ছাত্রীর বাবা ইসমাইল ঘরামী অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা করেন। সৎমা সালমা বেগম ও একই এলাকার যুবক কাওসারকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ।

(এমকেআর/এসপি/আগস্ট ১৯, ২০১৮)