গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে এলজিইডি’র সড়কের জায়গা দখল করে সেমিপাকা ঘর নির্মাণ ও সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

গৌরীপুর-রামপুর পাকা সড়কে শাহগঞ্জ বাজার সংলগ্ন ফুলবাড়িয়া এলাকায় সড়কের জায়গায় ঘর উত্তোলন ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় ধান-চাল ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়ার (৫০) বিরুদ্ধে। তিনি এ উপজেলার তাঁতীরপায়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র।

স্থানীয় লোকজন জানান, উল্লিখিত স্থানে এর আগে আরও দু’টি সরকারি গাছ কর্তন করেন আব্দুল্লাহ মিয়া। সম্প্রতি তিনি বিশাল আকৃতির একটি জীবিত সরকারি গাছ কেটে ৪ ফুট গোঁড়া রেখে তার উপরেই ঘর উত্তোলন করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ মিয়া জানান, তিনি সড়কের জায়গা রেখেই ঘর উত্তোলন করেছেন। যে গাছটি কাটা হয়েছে তার ডালগুলো মরা ছিল, সে গাছের গোঁড়া রেখে শুধু মরা ডাল কাটা হয়েছে।

ঘটনাটি উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হককে অবগত করা হলে তিনি জানান, সরজমিনে তদন্ত সাপেক্ষে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসআইএম/এসপি/আগস্ট ১৯, ২০১৮)