কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : মাদক কে না বলুন, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন এ শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সিএম সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটুয়াখালী) মো.মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া-গলাচিপা) মো.জালাল উদ্দিন ।

প্রভাষক মো.শহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহিপুর থানার ওসি মো.মিজানুর রহমান, সহকারি অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান, মো.আঃ মতিন, মো.জাহাঙ্গির হোসেন, প্রভাষক মো.সাহাবুদ্দিন হাওলাদার, মো.মোস্তাফিজুর রহমান, মো.মাহবুবুর রহমান, এসআই হাফিজুর রহমান প্রমুখ। সভায় কলেজের তিন শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

(এমকেআর/এসপি/আগস্ট ১৯, ২০১৮)