স্টাফ রিপোর্টার : রাজধানীতে নিরাপদ সড়কে দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পুলিশের কর্তব্যে বাধা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে তাদের আইনজীবীরা জামিনের আবেদন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন- ভাটারা থানায় গ্রেফতার সাবের আহমেদ উল্ল্যাস ও আমিনুল ইসলাম বায়েজিদ এবং বাড্ডা থানায় গ্রেফতার রিসাতুল ফেরদৌস।

এর আগে গতকাল রবিবার (১৯ আগস্ট) পৃথক মামলায় ৪০ ছাত্রের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ৩৮ জনের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে দুই কিশোরের জামিন মঞ্জুর করেন ঢাকার শিশু আদালত।

গত ২৯ জুলাই রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। ওই আন্দোলনের এক পর্যায়ে এতে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গড়ে ওঠা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে সহিংস ঘটনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানির পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৯৯ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৫২ জন শিক্ষর্থী।

(ওএস/এসপি/আগস্ট ২০, ২০১৮)